ফাইল ছবি
নারায়ণগঞ্জের বিভিন্ন থানা ও পুলিশের অফিস থেকে লুট হওয়া অস্ত্র ১০ আগষ্টের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক।
বুধবার (৭ আগষ্ট) এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এসময় আগামী ১০ আগষ্টের মধ্যে লুট হয়ে যাওয়া অস্ত্র নিকটস্থ সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক।
নির্ধারিত সময়ে অস্ত্র জমা দেয়া হলে তাদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেয়া হবে না বলে জানানো হয়েছে। অন্যথায় পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।