
ফাইল ছবি
নারায়ণগঞ্জে শারদীয় দূর্গা পূজাকে ঘিরে টানা ছুটিতে ফাঁকা দেখা গেছে শহর। রাস্তায় নেই যানবাহনের ভীড়। ফাঁকা শহরে সড়কে ঘুরতে বের হয়ে সন্তোষ প্রকাশ করেছেন নগরবাসী।
বৃহস্পতিবার (২ অক্টোবর) শহরের বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
অন্যান্য দিনের তুলনায় শহরের রাস্তায় মানুষের ভীড় দেখা যায়নি। পূজা উপলক্ষে রাস্তায় হিন্দু ধর্মাবলম্বীদের ভীড় দেখা গেছে। যানজট না থাকায় বিভিন্ন পূজা মন্ডপে বেশ স্বাচ্ছন্দ্যেই ঘুরছেন তারা। এছাড়াও ছুটি উপলক্ষে আত্মীয় স্বজনের বাসায়, পার্কে ঘুরতে যাওয়া মানুষদেরও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে দেখা গেছে সড়কে।
এছাড়াও ছুটি উপলক্ষে শহরের সিটি পার্ক, এ্যাডভেঞ্চার ল্যান্ড ও চৌরাঙ্গী পার্কে ঘুরতে আসা মানুষের ভীড় দেখা গেছে। ছুটি কাটাতে পরিবার পরিজন নিয়ে কেউ আবার বন্ধুদের সাথে ঘুরতে এসেছেন।
শহরের শেখ সিটি পার্ক এলাকার ঘুরতে আসা ইবনুল হাসান জানান, পঞ্চবটী থেকে দশ মিনিটে এখানে এসেছি। ছুটির দিন হওয়ায় শহরে মানুষ কম। তাই যানজট আগের মত নেই।