শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নিমিষে ৩০ দোকান পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৯, ৬ ডিসেম্বর ২০২৫

নিমিষে ৩০ দোকান পুড়ে ছাই

ফাইল ছবি

নারায়ণগঞ্জে আগুনে পুড়ে গেছে একটি মার্কেটের ৩০টি দোকান। শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টায় নগরীর নতুন পালপাড়া এলাকায় অবস্থিত সমীরকর মার্কেটের হোসিয়ারি ও নিটিং এর দোকানগুলোতে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে জানানো হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। আগুনে মার্কেটের প্রায় ৩০টি হোসিয়ারি (মিনি) কারখানা ও বডি নিটিং দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আরিফিন জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ৩০টি দোকান পুড়েছে বলে জানা গেলেও এখন পর্যন্ত মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।