প্রতীকী ছবি
সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শওকত আলী সৈকতের বাবার মৃত্যুতে নারায়ণগঞ্জ পোস্ট কর্তৃপক্ষ গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।
মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এই দোয়া পোস্ট পরিবারের।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈকতের পিতা আব্দুল হাই ভূঁইয়া (৮০) মৃত্যুবরণ করেন।
বার্ধক্যজনিত কারণে শারীরিক ভাবে তিনি অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার বাদ আসর ফতুল্লার দক্ষিণ সস্তাপুরে বায়তুল আকসা জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

