ফাইল ছবি
‘ভালোর হাতে ভালো থাক দেশ’- প্রত্যয়ে নারায়ণগঞ্জ থেকে যাত্রা শুরু করছে অনলাইন সংবাদমাধ্যম ‘নিউজ ভিউ’।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় নিউজ ভিউর যাত্রা। ‘শুধু সংবাদ নয়, স্বপ্নের সঙ্গেও’- এমন প্রত্যয় ঘোষণা করে এই অনলাইন সংবাদ মাধ্যমটি গণমাধ্যম পরিসরে পা রাখলো। উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, জলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে
নিউজ ভিউর যাত্রা ও কর্ম দায়িত্বশীল সাংবাদিকতার সম্ভাবনা জাগাতে পারে। এসময় তিনি দেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান আলোচক শিল্পী ও জনচিন্তক রফিউর রাব্বি বলেন, এই পথ অনেক কঠিন। এখানে সত্য ও ন্যয়ের সঙ্গে সাংবাদিকতা করা খুবই চ্যালেঞ্জিং। নিউজ ভিউ এই চ্যালেঞ্জে টিকে থাকুক, এমন আশা প্রকাশ করেন তিনি।
আলোচানয়, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সিনিয়র সাংবাদিক আবদুস সালাম বলেন, আশা করি নিউজ ভিউর লেখনিতে নারায়ণগঞ্জে সর্বশে খবর ও প্রকৃত চিত্র প্রকাশ পাবে।
অনুষ্ঠানের সভাপতি কবিতা ও সংবাদকর্মী কাজল কানন বলেন, সাংবাদিকতাটা আমরা একা করতে চাই না, সবাইকে নিয়েই করতে চাই।
নিউজ ভিউর উদ্দেশ্য তুলে ধরনে সম্পাদক রহমান সিদ্দিক। এতে মানুষের সঙ্গে, দেশের সঙ্গে থাকার অঙ্গীকার করেন তিনি।
শুভেচ্ছা বক্তব্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতারা নিউজ ভিউকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, নিউজ ভিউ কেবল নারায়ণগঞ্জ নয়, জাতীয় পর্যায়েও গঠনমূলক ও দায়িত্বশীল সাংবাদিকতার উদাহরণ সৃষ্টি করবে।
তাদের মধ্যে আলোচনা করেন এবং উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মইনুদ্দিন আহম্মদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি শিবনাথ চক্রবর্তী, সাধারণ সম্পাদক এম এ শাহীন, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, গণসংহতি আন্দোলনে সমন্বয়ক তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু, বিপল্লবী ওয়ার্কাস পার্টির সভাপতি মাহমুদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিন, শিল্পী ও সংগঠক অমল আকাশ, ভবানী শংকর রায়, পিন্টু সাহা, প্রথম আলো নারায়ণগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক পলাশ, সিনিয়র ফটো সাংবাদিক প্রনব কৃষ্ণ রায়, সাংবাদিক আফসার বিপুল, অনলাইন পোর্টাল প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ফখরুল ইসলাম, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ, সাংবাদিক নেয়মত উল্লাহ, প্রথম আলো নারায়ণগঞ্জ সংবাদদাতা গোলাম রাব্বানী শিমুল, ডেইলী স্টার ও বিডি নিউজের নারায়ণগঞ্জ প্রতিনিধি সৌরভ হোসেন সিয়াম, ডিবিসি জেলা প্রতিনিধি সাবিত আল হাসান, গণসংহতি আন্দোলনের নেত্রী ফারহানা মানিক মুনা, বাসদ নেত্রী সুলতানা আক্তার, লেখক সেলিম ভূঁইয়া, সাংবাদিক গবেষক সাইফুল ইসলাম, লেখক রাজ লক্ষ্মী, মাকসুদা ইয়াসমিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা সম্পাদক ধীমান সাহা জুয়েল।
আলোচনা শেষে চা-চিড়া-আড্ডায় শেষ হয় আয়োজন।

