
ফাইল ছবি
নারায়ণগঞ্জে মৌসুমী বৃষ্টি বলয় প্রবাহ এবং সমুদ্রে গভীর নিন্মচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজার্ভার টিম।
বৃহস্পতিবার (২ অক্টোবর) এক আবহাওয়া পূর্বাভাসে একথা জানানো হয়।
৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বৃষ্টি বলয় ৫ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে বলে জানানো হয় পূর্বাভাসে। এছাড়াও বঙ্গোপসাগরে গভীর নিন্মচাপের সৃষ্টি হওয়ায় নারায়ণগঞ্জ জেলাজুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে।