বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণের আদেশে পাসপোর্ট নম্বর থাকতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৩১, ২৮ জুলাই ২০২৫

সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণের আদেশে পাসপোর্ট নম্বর থাকতে হবে

ফাইল ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের আদেশে পাসপোর্ট নম্বর উল্লেখ করতে রোববার (২৭ জুলাই) জন্য সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, বিভিন্ন সময় কর্মকর্তা/কর্মচারীদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশ জারি করা হচ্ছে।

কিন্তু তাদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশে (জিও) সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীর পাসপোর্ট নম্বর উল্লেখ করা হচ্ছে না। সরকারি আদেশে পাসপোর্ট নম্বর উল্লেখ না থাকায় কর্মকর্তা/কর্মচারীরা কোনো পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণে যাচ্ছেন তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

এমতাবস্থায়, কর্মকর্তা/কর্মচারীদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশে (জিও) পাসপোর্ট নম্বর উল্লেখ করার জন্য অনুরোধ করা হয় চিঠিতে।