শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সরকারি কর্মকর্তাদের ‘বিশেষ সুবিধা’র গ্রেড বিষয়ে নতুন নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪৭, ৩১ জুলাই ২০২৫

সরকারি কর্মকর্তাদের ‘বিশেষ সুবিধা’র গ্রেড বিষয়ে নতুন নির্দেশনা

প্রতীকী ছবি

সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধাভোগী গ্রেড সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। গতকাল বুধবার (৩০ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, এখানে ‘গ্রেড’ বলতে টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড প্রাপ্তির ফলে পাওয়া স্কেল নয়, বরং সংশ্লিষ্ট পদের জন্য প্রযোজ্য মৌলিক (সাবস্টেনটিভ) গ্রেডকে বোঝাবে।

গত ৩ জুন ও ২৩ জুন অর্থ বিভাগের জারিকৃত ১৬৫ নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী ‘বিশেষ সুবিধা’ প্রদানের ক্ষেত্রে ‘গ্রেড’ বলতে টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড প্রাপ্তির ফলে প্রাপ্ত স্কেল বা গ্রেড নয়, বরং সংশ্লিষ্ট পদের জন্য প্রযোজ্য সাবস্টেনটিভ (মূল) গ্রেডকেই বোঝানো হবে।

গত ২৩ জুন বিশেষ সুবিধা সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে সামরিক ও বেসামরিক খাতের রাজস্বভুক্ত কর্মচারীদের জন্য ঘোষিত ‘বিশেষ সুবিধা’তে কার কত টাকা বাড়বে- তা নির্ধারণ করে দেওয়া হয়।