বুধবার, ০৭ মে ২০২৫

|

বৈশাখ ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে মানববন্ধন শেষে হত্যা মামলার আসামীদের বাড়িতে হামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৭, ৬ মে ২০২৫

বন্দরে মানববন্ধন শেষে হত্যা মামলার আসামীদের বাড়িতে হামলা

ফাইল ছবি

বন্দরে মানববন্ধন শেষে হত্যা মামলার আসামীদের বাড়িতে হামলা ও ভাচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায়  এস এসসি পরীক্ষার্থীসহ দুইজন আহত হয়েছে । আহতরা হলেন, এসএসসি পরীক্ষার্থী  সিমি( ১৬)  ও  তার ছোট ভাই  সোয়াইফ (১২)। গত সোমবার (৫ মে)  রাতে বন্দর উপজেলার  মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সালাউদ্দিনের বোন   শাহনাজ বাদী হয়ে মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন সহ ১০ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলো বন্দর উপজেলার মুছাপুর  এলাকার মোজাফফর মিয়ার ছেলে  নাজির (৩৫),  একই এলাকার মৃত হবু মিয়ার ২ ছেলে   পারভেজ (৩২), ও মানিক (২৮) একই এলাকার পারভেজ মিয়ার ছেলে আলিফ, করিম বেপারি ছেলে জসিম কুচরিত্র এলাকার আউয়াল মিয়ার ছেলে কথিত  বিএনপি নেতা শাহিন (৩২) বারপাড়া এলাকার হাবিবুর মিয়ার স্ত্রী রাশিদা বেগম (৩৫) একই এলাকার দিলুন মিয়ার ছেলে সাব্বির (২৫) একই এলাকার মুছন আলী মেয়ে মেহেরুন (২০) ও একই এলাকার আলমাছ আলী ছেলে শহীদ (৩০)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। গত ১ লা এপ্রিল বন্দরের বারপাড়া এলাকায় রাহিম নামের এক যুবককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় হত্যা মামলা হয়।  হত্যা মামলার  আসামীদের গ্রেপ্তারের  দাবিতে সোমবার বারপাড়া এলাকায় মানববন্ধন করেন রাহিমের পরিবার ও এলাকাবাসী । পরে মানববন্ধন শেষে বিএনপি নেতা শাহীনের নেতৃত্বে  হত্যা মামলার প্রধান আসামী সালাউদ্দিনের বাড়িতে হামলা চালায় মানববন্ধনকারিরা।

আহত সিমি জানান, মানববন্ধন কারিরা হামলা চালিয়ে বাড়িঘরে ব্যাপক ভাংচুর করে। এ সময় নগদ টাকা ও লুটে নেয় হামলাকারিরা। তাদের মারধরে আহত হন তিনি ও তার ছোট ভাই।