
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূব শত্রুতার জের ধরে নাসিমা আক্তার(৫৬) ও ছেলে মো:নাঈম (২৭),শাহিন(২৯) কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার তারাব পৌরসভার মোগড়াকুল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নাসিমা আক্তার মোগড়াকুল এলাকার মৃত আব্দুল মতিনের স্ত্রী।
ভুক্তভোগী নাঈম জানান, একই এলাকার রুহুল আমিনের ছেলে মো : জামাল ও আনোয়ার হোসেনের সাথে জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে তাদের ঘরে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করে। প্রতিবাদ করলে রুহুল আমিনের ছেলে মো: জামাল ও তার স্ত্রী শীরিন আক্তার, আনোয়ার হোসেন ও তার ছেলেসহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিভিন্ন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হাতে থাকা চাপাতি দিয়ে নাঈমকে কুপিয়ে জখম করে। এ সময় তাকে বাঁচাতে এলে বড় ভাই শাহিনকে কুপিয়ে জখম ও মা নাসিমা আক্তারকে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। পরে ৮০হাজার টাকা মূল্যের গলার চেইন ও নগদ ১ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। একপর্যায়ে চিৎকারে আশেপাশের লোকজন আগিয়ে আসলে এই নিয়ে বেশি বাড়াবাড়ি করিলে প্রান নাশের হুমকি প্রদান করে চলে যায়।
এ ব্যাপার অভিযুক্ত মো: জামালকে মুঠোফোনে কল দিলে তার স্ত্রী শীরিন আক্তার ফোন রিসিভ করলে কথা বলতে অনিচ্ছুা প্রকাশ করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।