
ফাইল ছবি
বন্দরে ২ কেঁজী গাঁজাসহ রুমানা আক্তার (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রুমানা আক্তার সুদূর জামালপুর জেলার সরিষাবাড়ী থানার কুমারপাড়া এলাকার আব্দুল আলী মিয়ার ছেলে। গাঁজা উদ্ধারের ঘটনায় কামতাল তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক জহিরুল ইসলাম বাদী ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং-৩০(৭)২৫।
গ্রেপ্তারকৃতকে শুক্রবার (২৫ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টায় বন্দর থানার কামতালস্থ আবুল পেপার মিলের সামনে অভিযান চালিয়ে উক্ত গাঁজাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।