
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে স্থানীয়দের গণপিটুনির শিকার দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
জানা যায়, রাতে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তাদের ঘিরে ফেলে। এসময় গণপিটুনিতে গুরুতর আহত হন দুই ডাকাত। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের গ্রেপ্তার করেন।
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, রাতে দুইজন ডাকাতকে আটক করেছে পুলিশ। তাদের গণপিটুনি দেয়া হয়েছে। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।