বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় যৌথ অভিযানে ৪ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২২, ১৩ আগস্ট ২০২৫

ফতুল্লায় যৌথ অভিযানে ৪ লাখ টাকা জরিমানা

র‍্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের সমন্বয়ে জরিমানা

নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন।

বুধবার (১৩ আগস্ট) ফতুল্লার ভুইগড় এলাকায় র‍্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল অভিযান চালিয়ে তিনটি অবৈধ পলিথিন কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে। এসময় কারখানাগুলো থেকে প্রায় ১৭ টন নিষিদ্ধ পলিথিন এবং দেড় হাজার কেজি প্লাস্টিক দানা জব্দ করা হয়।

যৌথ অভিযানের সময়, সোহাগ পলিথিন নামক একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সেখান থেকে ১ হাজার ৫০০ কেজি প্লাস্টিক দানা এবং ৭২৫ কেজি অবৈধ প্লাস্টিক জব্দ করা হয়।

একইভাবে, আল মদিনা নামক আরেকটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি থেকে ১৫ হাজার কেজি (১৫ টন) অবৈধ পলিথিন জব্দ করা হয়।

এছাড়া, আব্বাসিয়া পলিমার নামে তৃতীয় একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে র‍্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, “নিষিদ্ধ পলিথিনের বিষয়ে পরিবেশ অধিদপ্তর সবসময় সোচ্চার ছিল। আমরা এখন ব্যাপক অভিযান পরিচালনা শুরু করেছি। পাশাপাশি এই নিষিদ্ধ পলিথিনের বিষয়ে সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার মো: তারিকুল ইসলাম জানান, আমাদের অভিযান এখনো চলোমান আছে। এই পর্যন্ত দুটি কারখানায় ২লাখ টাকা জরিমানা করেছি। এবং একটি কারখানা থেকে ৭২৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। আরেকটি কারখানা থেকে প্রায় ৬০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।