
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বেশ কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদোত্তীর্ণ টেস্ট কিট ও ঔষধ রাখায় দুটি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৩ আগষ্ট) ফতুল্লার পোস্ট অফিস এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় সুমাইয়া মেডিসিন কর্নার নামের একটি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ প্রেগনেন্সি টেস্ট স্ট্রিপ, মেয়াদ উত্তীর্ণ ডায়াগনস্টিক টেস্ট এর জন্য ব্যবহৃত হয় এমন এন্টি-বি মনোকোলোনাল রিয়েজেন্ট ও সাপোজিটর পাওয়া যায়। এছাড়াও ফার্মেসিটির ডিসপ্লেতে আরও কিছু মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। এসময় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
এছাড়াও জয় পতাকা ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ মাইসুলিন ৫০/৫০, ডিপ্রক্সেন-২৫০, লসারডিল, ইন্দোমেটাসিন বিপি-১০০সহ অন্যান্য মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ২১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়াও এসময় উভয় প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ঔষধের জন্য আলাদা বক্স রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে নারায়ণগঞ্জে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান চলমান থাকবে।
এসময় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মার্কেটিং অফিসার শরীফুল ইসলাম তুষারসহ জেলা পুলিশের একটি দল অংশগ্রহণ করেন।