
ভ্রাম্যমাণ আদালত
নারায়ণগঞ্জে গ্যাস চুরি রোধে অবৈধ সংযোগ উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ আগস্ট) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এসব তথ্য জানা গেছে।
তথ্য বিবরণী সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে নেওয়া সংযোগ উচ্ছেদ, বিচ্ছিন্ন ও বিপুল পরিমাণ জরিমানা আদায় করা হয়।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় পরিচালিত অভিযানে ঢাকেশ্বরী রোড ও জাঙ্গাল স্ট্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ৩০টি আবাসিক ও কিছু বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জাঙ্গাল স্ট্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকায় ৩টি মোবাইল কোর্ট মামলার মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।