মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

|

আষাঢ় ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৪, ৭ জুলাই ২০২৫

আড়াইহাজারে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

ফাইল ছবি

আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। 

রবিবার (৬ জুলাই) রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যবান্দি  গ্রামের মোঃ লিয়াকতের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

গৃহকর্তা লিয়াকত আলী  জানান, ঘটনার সময় ১০/১২ জনের মুখোশ পরিহিত ডাকাত দল বাড়ির গেইটের তালা কেটে ঘরের ভিতরে প্রবেশ করে পরিবারের লোকজনকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ২ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুটে নেয়। এ সময় ডাকাত দলের পড়নে কালো টি শার্ট ও পেন্ট ছিল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাত গ্রেপ্তারের চেষ্টা চলছে।