শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে উচ্ছেদ অভিযান করে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করলো প্রশাসন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫১, ৩১ জুলাই ২০২৫

রূপগঞ্জে উচ্ছেদ অভিযান করে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করলো প্রশাসন

উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখল মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী যৌথ বাহিনীর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। 

উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এবং রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা সিলেট মহাসড়কটি ব্যস্ততম সড়ক। এ সড়কের উভয় পাশে গাউছিয়া কাপড়ের মার্কেটসহ বড় বড় মার্কেট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শিল্প এলাকা হিসেবে হাজার হাজার মানুষের আনাগোনা রয়েছে এখানে। ব্যস্ততম এই মহাসড়কটি উভয় পাশে দখল করে বিভিন্ন দোকানপাট বসিয়ে ব্যবসা করছে ফুটপাত ব্যবসায়ীরা। যার ফলে এই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে বাধার সৃষ্টি হচ্ছে। আর যানজট সৃষ্টি হয়ে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী সাধারণ থেকে পথচারীরা। বিশেষ করে দূর দূরান্ত থেকে বিভিন্ন যানবাহন ভুলতা গোলাকান্দাইল এলাকায় এসে বাধার মুখে পড়েন। কয়েকদিন পর পর উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও ফের দখলে নিয়ে ফুটপাত ব্যবসায়ীরা। এটা আর করতে দেওয়া হবে না। ব্যস্ততম ঢাকা সিলেট মহাসড়ক দখল করে ফুটপাত ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে নিত্যদিনের ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। 
আর এজন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে যৌথ বাহিনীর উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। মহাসড়কের উভয় পাশে নানা ধরনের স্থাপনা, দোকানপাটসহ সকল ধরনের অবৈধ স্থাপনা বোলডোজার ও বেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। 
উচ্ছেদের ফলে পুরো মহাসড়ক ফুটপাত দখল মুক্ত হয়ে যায়। এতে করে যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারী ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে ।পুনরায় যদি কেউ মহাসড়ক দখল করে দোকানপাট দিয়ে বসেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।