
সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের বন্দরে দুই দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ছাত্র ও জনতা।
শুক্রবার (১ আগষ্ট) জুমার নামাজের পর বন্দরের নবীগঞ্জ রেললাইন এলাকায় সড়ক অবরোধ করেন তারা।
এসময় অবরোধকারীরা জানান, মদনপুর সড়কে সংস্কারের জন্য দীর্ঘদিন যাবৎ ইউএনও এবং রোডস এন্ড হাইওয়ের সাথে যোগাযোগ করেও আমরা সমাধান পাইনি। তাই আমরা অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ কর্মসূচির ডাক দিয়েছি।
এসময় নারায়ণগঞ্জ রোডস এন্ড হাইওয়ের পরিচালকের পদত্যাগ ও দ্রুত রাস্তা সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করার দাবী জানান তারা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, রোডস এন্ড হাইওয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। দ্রুতই তারা অবরোধ সরিয়ে নেবে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে।