শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কুদ্দুস হত্যা মামলার আসামী রানা গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১৫, ১ আগস্ট ২০২৫

কুদ্দুস হত্যা মামলার আসামী রানা গ্রেপ্তার 

ফাইল ছবি

বন্দরে আলোচিত আব্দুল কুদ্দুস হত্যা মামলার আসামী রানা (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রানা বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকার মৃত নায়েব আলী  ছেলে।

গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ৩৯(৬)২৫ নং হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (৩০ জুলাই) রাতে বন্দর থানার শাহীমসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

নিহত বৃদ্ধ আব্দুল কুদ্দুস (৫৫) বন্দর থানার হাফেজিবাগ এলাকার মৃত সাদেক আলী মিয়ার ছেলে।

উল্লেখ্য গত ২১ জুন শনিবার রাতে বন্দর বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটে।  ওই সময় প্রতিপক্ষ জুয়ারী বাবু গংরা ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ আব্দুল কুদ্দুস (৫৫)কে  কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।