
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাড়া চাওয়ার ঘটনায় মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া হত্যা মামলার আসামি হাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার সাতগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত হাসেম সালুমদী এলাকার আহমেদ আলীর ছেলে।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাঈদ উদ্দিন জানান, কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিক মোঃ জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫৭) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হাসেম। তাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতেই নিহতের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিরা হলেন- তোতা মেম্বার (৭০), তার ছেলে খোকন (৩৫), রাসেল (৩০), বেণু প্রধান (৭৫), আলম (৪৫), সাদ্দাম (৩৫), জাহাঙ্গীর (৪০), হানুফা (৪৫), হাসেম (৪৫)।