
মহানগর বিএনপি আহবায়ক এডঃ মোঃ সাখাওয়াত হোসেন খান
উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড বিএনপি উদ্যাগে সদস্য ফরম বিতরন ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টায় বন্দর থানার দড়ি সোনাকান্দাস্থ হেভেন কমিউনিটি সেন্টারে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক এডঃ মোঃ সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি যতদিন শাসন করেছে জনগণের জন্যই কাজ করেছে। গত ১৫ বছর শেখ হাসিনা তারেক রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে টেলিস্কোপ দিয়ে তদন্ত করেছে কিন্তু কোন দূর্নীতির প্রমাণ পায়নি। পরে তারা ২ কোটি টাকার সাজানো মামলা দিয়ে খালেদা জিয়াকে জেল হাজতে পাঠায়।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ হল বাংলাদেশের একটি অভিশপ্ত দল। যতবার ক্ষমতায় এসেছে তারা ততবারই মানুষকে বিপদে ফেলেছে। তারা যতবারই ক্ষমতায় এসেছে মানুষ তাদের দুঃশাসন দেখেছে, চুরি,ডাকাতি, গুম, খুন কি করেনি তারা। বিএনপি কিন্তু আওয়ামীলীগকে নিষিদ্ধ করে নাই। ইন্টেরিম সরকার তাদের নিষিদ্ধ করেছে। কেন করেছে? তাদের দূর্নীতির কারনে। হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাঁচার করেছে।
সেলিম ওসমান -শামিম ওসমানরা বন্দরে সুবেদারের সুবেদার সরকার নিয়োগ করেছিলো। যারা বন্দরের মানুষদের নির্যাতন ও হয়রানি করতো। আমরা বন্দরে শান্তু প্রতিষ্ঠা করতে চাই। বন্দরের মানুষ যেন চাঁদাবাজ, সন্ত্রাসের শিকার না হয় সেটাই আমাদের লক্ষ্য।
বন্দরের ২০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে সদস্য ফরম বিতরন ও নবায়ন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য সচিব এডঃ মোঃ আবু আল ইউসুফ খান টিপু।
২০ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক মনির হোসেন ও মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি আহাম্মদ আলী সঞ্চালনায় নতুন সদস্য ফরম বিতরন ও নবায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক এডঃ জাকির হোসেন, একই কমিটির যুগ্ম আহবায়ক রেজা রিপন,সদর থানা বিএনপি আহবায়ক মাসুদ রানা, বন্দর থানা বিএনপি সভাপতি হাজী শাহেন শাহ আহাম্মেদ, সাধারন সম্পাদক নাজমুল হক রানা প্রমুখ।
সদস্য ফরম বিতরণ ও নবায়ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম হিরন, সাধারন সম্পাদক হারুন অর রশীদ লিটন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি আমির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি জহিরুল ইসলাম জয়, গোপনগর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আক্তার হোসেন, ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা সামাউন হাবিব,
বন্দরে সাবেক যুবদল নেতা কাজী সোহাগ, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি সদস্য রকি, যুবদল নেতা রোমান, মমিন, রকিব, হৃদয়, ফয়সাল, ২০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আহাদসহ ২০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।