
জুরান আলী
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার কেজি গাঁজাসহ জুরান আলী (৪০) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার সামনে তল্লাসী চালিয়ে মাদকসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জুরান আলী (৪০) টাঙ্গাইল জেলার গোপালপুর থানার রাজুর ছেলে।
সোনারগাঁও থানার এসআই পংকজ কুমার আচার্য জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।