বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ডাকাতির লুন্ঠিত রড উদ্ধার, গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৯, ১২ আগস্ট ২০২৫

আপডেট: ২২:০৩, ১২ আগস্ট ২০২৫

বন্দরে ডাকাতির লুন্ঠিত রড উদ্ধার, গ্রেপ্তার ৩

ফাইল ছবি

বন্দরে পরিত্যক্ত একটি গোডাউন থেকে লুন্ঠিত সাড়ে ৪ টন রড সহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গত মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বন্দর উপজেলার ধামগড় মনারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এদেরকে  গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃতরা হলো, ফারুক(৩২), লিয়াকত হোসেন ওরফে সলিমুল্লাহ (৪০) ও গোডাউন ম্যানেজার সাদ্দাম (২৪)। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে ট্রাক চালক সজিব গণমাধ্যমকে জানায়, গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেট্রো ট ২৪-২০৬৪ নাম্বারের একটি রড ভর্তি ট্রাক নিয়ে এসিআই কোম্পানিতে আসার পথে  চৌরাপাড়া মোড়ে ট্রার্নিং নেওয়ার সময় ৩টি মোটর সাইকেল যোগে অজ্ঞাত  ডাকাত দল  দেশীয় অস্ত্র ঠিকিয়ে আমাকে বেদম মারধর করে ট্রাকটি ছিনিয়ে নেয়।

ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, ট্রাকটি ডাকাতি হওয়ার সাথে সাথে ট্রাক ড্রাইভার সজিব ট্রাক ডাকাতি বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করে। পরে  আমরা সাথে জিপিএস ট্রেকিং এর মাধ্যমে ট্রাকটি গতি পথ সনাক্ত করে ধামগড় ফাঁড়ি পুলিশের সহযোগিতায় কাঁচপুর এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করি। পরে মনারবাড়ি একটি চুনা কারখানার ভিতর থেকে ডাকাতি হওয়া আংশিক রড উদ্ধার করে। খবর পেয়ে  ম্যানেজার এসে আইনগত ব্যবস্থা গ্রহন করতে চাইলে ধামগড় ফাঁড়ি পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন না করে  ঘটনাস্থলে আসা ম্যানেজারের কাছ থেকে একটি চেক গ্রহন করে উদ্ধারকৃত মালামাল হস্তান্তর করে।

ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাকির হোসেন জানান, মঙ্গলবার ভোরে জাঙ্গাল এলাকায় অবস্থিত বিএসআরএম গোডাউন থেকে ২৮ টন রড নিয়ে একটি ট্রাক নাসিক ২৬ নং ওয়ার্ড এলাকায় অবস্থিত এসিআই  ফ্যাক্টরিতে যাচ্ছিল। ওই সময় ট্রাকটি মদনপুর -মদনগঞ্জ সড়কের  ইস্পাহানি বাসস্ট্যান্ডে পৌঁছালে ওই সময ১০/১৫ জন ডাকাতদল হেলপার / চালককে নামিয়ে রড ভর্তি ট্রাক নিয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরবর্তীতে জিপিএস প্রযুক্তি থাকায় কাঁচপুর থেকে খালি ট্রাকটি উদ্ধার করা হয়। পরে মনারবাড়ি এলাকায় একটি পরিত্যক্ত গোডাউন থেকে লুন্ঠিত মালামাল উদ্ধার এবং ডাকাতির  ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।