
ফাইল ছবি
বন্দর থানা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ১০ বছর বয়সী শিশু আওয়ালকে ফিরে পেয়েছেন তার বাবা- মা। শুক্রবার দুপুরে নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন মা নুরজাহান ।
উদ্ধার হওয়া শিশু আউয়াল মিয়া ব্রাম্মনবাড়িয়া জেলার সদর থানার মজলিপুর ইউনিয়ন দারমা গ্রামের সাহাত মিয়ার ছেলে ।
শিশুটির মা নুর জাহান বলেন,গত বুধবার সকালে তার ছেলে আউয়াল বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দুই দিন যাবৎ শিশু আউয়ালকে দেখতে না পেয়ে চরম হতাশ হয়ে পড়েন তারা। চারিদিকে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে দিশেহারা হয়ে পড়েন। পরে দুইদিন পর ব্রাম্মনবাড়িয়া গ্রাম পুলিশ ও থানার কর্তৃপক্ষের কাছে নিখোজ ছেলের সন্ধান পেয়ে নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের এস আই মনির হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় ১০ বছরের শিশু ছেলে সন্তানকে ফিরে পান।
বন্দর থানা এসআই মনির হোসেন,দুইদিন পূর্বে নিখোজ হয় ব্রাম্মনবাড়িয়া জেলার দারমা গ্রামের ১০ বছরের শিশু আউয়াল। বন্দর থানার নবীগঞ্জ এলাকার স্থানীয় জনতা শিশু আউয়ালে ক্রন্দনরত অবস্থায় দেখে পরিচয় জানার চেষ্টা করে ব্যর্থ হয়ে বন্দর থানা ওসি স্যারকে ফোন দেয়। নবীগঞ্জে গিয়ে শিশু আউয়ালকে থানায় নিয়ে এসে তার পরিচয় জানার চেষ্টা করি। তখন ওই শিশু জানায়, তার নাম আউয়াল। বাড়ি ব্রাম্মনবাড়িয়া। তার মা বাবাকে হারিয়ে ফেলেছে। কিভাবে এখানে আসল তা কিছুই বলতে পারে না। ওসি স্যারের নির্দেশে শিশু আউয়ালের বাবা মায়ের সন্ধানে আরএমপি ও ব্রাম্মনবাড়িয়া দুইটি থানায় বিষয়টি অবহিত করি। এছাড়াও ব্রাম্মনবাড়িয়া জেলার বিভিন্ন থানার ক্লিনিক,হাসপাতালে ,বিষয়টি ম্যাজেস দেই । এর পাশাপাশি ব্রাম্মনবাড়িয়ার সদর থানার এসআই মামুন ও দারমা গ্রাম পুলিশ রজ্জব আলীরকে মাধ্যমে নিখোজ আউয়ালের পিতা মাতার সন্ধান মিলে । অবশেষে নিখোজ আউয়ালের পিতা মাতা বন্দর থানায় আসলে নাম-ঠিকানা যাচাই করে শিশুটিকে তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়। শিশুটিকে ফিরে পেয়ে মা নুরজাহান আক্তার পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।