শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় সুমা হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ফতুল্লায় সুমা হত্যা মামলার আসামি গ্রেফতার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ ফতুল্লার কাঠেরপুল কুতুবআইল এলাকার গৃহবধূ সুমা আক্তার (৩০) হত্যা মামলার মূল আসামি মোঃ শহীদুল্লাহকে (৩৮) গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় পিবিআই। এর আগে গতকাল রাত আড়াইটায় ফতুল্লার কাঠেরপুল কুতুবআইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ২০২৩ সালের ৮ নভেম্বর নিহত সুমা আক্তারের মা মোছাঃ সাজেদা খাতুন (৪৮) বাদী হয়ে ফতুল্লা থানাশ মামলাটি দায়ের করে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শহীদুল্লাহ হত্যার কথা স্বীকার করে জানান, নিজের শ্যালিকা সোহানা আক্তারের (২৮) সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার কলহ চলছিল। এর জেরে ২০২৩ সালের ৭ নভেম্বর দুপুর ১২টার দিকে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সুমা আক্তারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করে শহীদুল্লাহ।

পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি গ্রেফতার হয়েছে। এঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।