
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে নিরব (১৪) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের টোটারবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিরব (১৪) আড়াইহাজার উপজেলার নয়াপাড়া এলাকার নাজমুলের ছেলে।
পরিবারটির সদস্যটা জানান, দুপুরে বৃষ্টির সময় বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন নিরব। পরবর্তীতে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আড়াইহজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।