
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় প্রাইভেট কারের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো (হ-৩১-৫২৪৫) নম্বরের মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
নারায়ণগঞ্জ জেলা সরকারি পুলিশ সুপার মেহেদী হাসান বলেন,মোটরসাইকেলটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে। প্রাইভেটকারটি আটক করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা বলেন,অতিরিক্ত গতি ও অসতর্ক চালনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তরিকুল ইসলাম বলেন, তারাবো বিশ্বরোড থেকে সড়ক দুর্ঘটনায় নিহত একজনের লাশ উদ্ধার করা হয়েছে ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।