রোববার, ২৩ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রতিবন্ধী যুবক রাহাত ২৪ দিন ধরে নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১৯, ২৩ নভেম্বর ২০২৫

প্রতিবন্ধী যুবক রাহাত ২৪ দিন ধরে নিখোঁজ

ফাইল ছবি

বন্দরে রাহাত (১৮) নামে এক মানুষিক প্রতিবন্ধী যুবক গত ২৪দিন যাবত নিখোঁজ হয়েছে। দিন মজুর পরিবারের সন্তান রাহাতকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন পাগল প্রায়। বিভিন্ন স্থানে খুঁজে তার কোন সন্ধ্যান পাচ্ছে না। তবে ছেলেটি তার নাম ঠিকানা বলতে পারে। নিখোঁজ রাহাত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন  বন্দর থানার  ২৫নং ওয়ার্ডের উত্তর লক্ষণখোলা তালতলা বাস্ট্যান্ড সংলগ্ন এলাকার  হযরত আলীর ছেলে।  এর আগে গত (৩০ অক্টোবর) বাসা থেকে বের হয়ে ওই প্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়। এ ব্যাপারে নিখোঁজের স্বজনরা বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেন। নিখোঁজ প্রতিবন্ধী যুবকের কোন সন্ধান পেলে নিম্ন লিখিত  ০১৬৯০২৩৬৫০৬ অথবা ০১৮৮১৫৫৫৩৪২ নাম্বারের যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে  অনুরোধ জানিয়েছে ।