প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় মোঃ নুরুজ্জামান আকন নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
রোববার (২৩ নভেম্বর) ফতুল্লার সস্তাপুর এলাকায় ফাইজুর মিয়ার বাড়ির দোতলায় এ ঘটনা ঘটে।
নিহত মোঃ নুরুজ্জামান আকন (৩০) বরিশাল জেলার গৌরনদী থানার আশরাফ আলী আকনের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে ভাড়া বাসার বারিন্দার সিলিং ফ্যানের হুকের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। এসময় বারিন্দার কাচের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পরবর্তীতে তার রুমমেট শামিম তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

