শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জনগণের অধিকার বাস্তবায়নে কাজ করছে এনসিপি: আল আমিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৮, ২১ নভেম্বর ২০২৫

জনগণের অধিকার বাস্তবায়নে কাজ করছে এনসিপি: আল আমিন

উঠান বৈঠক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনপুর বলেছেন, স্বাধীনতার পর যেই সরকারই এসেছে তারা দেশের মানুষকে প্রাপ্য অধিকার ও মর্যাদা দিতে পারেনি। সমান অধিকার, সমান মর্যাদা ও ন্যায়ের নিশ্চয়তার বদলে আমরা দেখি বৈষম্য, অবহেলা ও অন্যায়ের চিত্র। এই বৈষম্য দূর করে জনগণের অধিকার বাস্তবায়নে কাজ করছে এনসিপি। 

শুক্রবার বিকেলে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ের ধর্মগঞ্জ চটলার মাঠে আয়োজিত উঠান বৈঠকে আব্দুল্লাহ আল আমিন একথা বলেন। 

আল আমিন আরও বলেন, ফতুল্লাবাসী দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। এখানে নেই হাসপাতাল, কলেজ। সিটি করপোরেশনে ঢুকতে দেয়নি ফ্যাসিস্ট লীগের এমপিরা। ফলে নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়েছে বার বার৷ ফতুল্লা যেন অবহেলিত না থাকে সেজন্য এনসিপি কাজ করছে।

বৈঠকে আব্দুল্লাহ আল আমিন বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটার ও বাসিন্দাদের মধ্যে আগ্রহ তৈরী হয় এনসিপির এই উঠান বৈঠককে ঘিরে।  

আল আমিন বাসিন্দাদের  প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আমার পাশে থাকুন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি উন্নয়ন বঞ্চিত ফতুল্লাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে। এনসিপি বিশ্বাস করে, জনগণের শক্তিই দেশের আসল শক্তি। এই জনগণের শক্তিকে একত্রিত করে এই সমাজ থেকে মাদক, চাঁদাবাজ নির্মূল করে নিরাপদ পরিবেশ তৈরী করা হবে।

উঠান বৈঠকে অন্যান্যদের ভেতর উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান, জেলা এনসিপির সংগঠক জোবায়ের হোসেন, তানজিমুল ইসলাম মোস্তফা, আবুল খায়ের, লুবনা রহমান প্রমুখ।