রোববার, ২৩ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ড্রেন সংস্কার: বঙ্গবন্ধু সড়ক এক মাসের জন্য বন্ধ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৫০, ২৩ নভেম্বর ২০২৫

ড্রেন সংস্কার: বঙ্গবন্ধু সড়ক এক মাসের জন্য বন্ধ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের ডিপ ড্রেন নির্মাণ কাজের জন্য এক মাসের জন্য বঙ্গবন্ধু সড়ক বন্ধ থাকবে। তবে এসময় শুধু সার্ভিস লেনটি চালু থাকবে এবং এই লেন দিয়ে গাড়ি চলাচল করতে পারবে।

রোববার (২৩ নভেম্বর) সরেজমিনে বঙ্গবন্ধু সড়কের কালীরবাজার ও চাষাঢ়া এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) এম এ করিম জানান, বিবি রোডে ড্রেনেজ এর কাজ চলছে মেইন রাস্তা কাটা ইনকামিং - আউটগোয়িং উভয় পাশে গাড়ি চলাচল বন্ধ শুধু সার্ভিস লাইন চালু আছে গাড়ি চলছে। 

তিনি আরও বলেন, যেহেতু নির্মাণ কাজটাও প্রয়োজন, সেহেতু কাজ চলমান রেখে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা যথাসাধ্য চেষ্টা করছি সচল রাখা। তবে নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত স্বাভাবিক চলাচল ব্যাহত হবে। সিটি কর্পোরেশন জানিয়েছেন এক মাসের অধিক সময় লাগবে।