ফাইল ছবি
নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আজ এখানে চাকরি নেই। আমার ভাই বোনরা কেন চাকরি পাবে না৷ আমি তিনবেলা খেলে আমার ভাই বোনেরাও তিনবেলা খাবে। আমি চাকরি ও শিক্ষার ব্যাবস্থা করবো।
শুক্রবার (২১ নভেম্বর) রূপগঞ্জের মর্তূজাবাদ দক্ষিনপাড়া মসজিদে জুম্মা আদায়কালে মুসল্লীদের উদ্দ্যেশ্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি এখানে আসার পরেই আমার মনটা শান্তিতে ভরে যায়। নিজের বাড়িতে আসলে শান্তি লাগে। আমি রূপগঞ্জের বিভিন্ন জায়গায় যাই। কিন্তু এখানে নামাজ পড়ে যে শান্তি পাচ্ছি এটা কোথাও পাই না। কারণ আমি আপনাদের সন্তান, আপনাদের ছেলে। আমার পরিবারের সবাই আপনাদের সাথে মিলে মিশে ছিল, আমিও আপনাদের সাথে মিলে মিশে থাকতে চাই।
এই মর্তুজাবাদ ছিল আদর্শ গ্রাম। বিগত সময়ে আমরা এর থেকে দূরে সরে গিয়েছি। এই মর্তুজাবাদকে আপনাদের নিয়ে আবারও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলবো। এই মর্তুজাবাদের মানুষ একসময় ব্যাবসা, নারায়ণগঞ্জকে কন্ট্রোল করেছে।
অনেকে অনেক দলের হতে পারেন। দ্বিমত থাকতে পারে। তবে সামনে নির্বাচন, দল আমাকে মনোনয়ন দিলেও আমি বলবো মর্তুজাবাদের প্রতিটি মানুষ এই মনোনয়ন পেয়েছে।

