শনিবার, ২২ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ফ্লাইওভারের পিলারে ফাটল!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৮, ২২ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে ফ্লাইওভারের পিলারে ফাটল!

পঞ্চবটি থেকে মুক্তারপুর ফ্লাইওভার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি থেকে মুক্তারপুর ফ্লাইওভারের কয়েকটি পিলারের ব্লকে ফাটল দেখা গেছে। ধারণা করা হচ্ছে, গতকালকের ভূমিকম্পের কারণে ফ্লাইওভারে এই ফাটল ধরেছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে সরেজমিনে ঘুরে ফ্লাইওভারের ৭৪, ৭৫ এবং ৭৭ নম্বর পিলারের ব্লকে ফাটল দেখা যায়। 

শুক্রবার ভূমিকম্পের পরপরই পিলারের ব্লকগুলোতে ফাটল দেখতে পান বলে দাবী করেন স্থানীয় কয়েকজন। শনিবার সকালে খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফ্লাইওভারের ফাটল দেখতে এখানে ভিড় করে। তবে এই ফাটল ভূমিকম্পের কারণেই কীনা তা নিশ্চিত করে বলতে পারেননি কেউ।

এদিকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ও ফ্লাইওভারের নিচ দিয়ে যাতায়াত করেন। এমন অবস্থায় সাধারণ পথচারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো রায়হান কবির জানান, পিলারের ব্লকে ফাটল দেখা যাওয়ার বিষয় আমি সংশ্লিষ্টদের জানাচ্ছি এবং বিষয়টি যাচাই করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে যাতে কোন দুর্ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষের ঝুঁকি না থাকে।