শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জামায়াত মানুষের ভাগ্য পরিবর্তে কাজ করছে: আবদুল জব্বার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫০, ২১ নভেম্বর ২০২৫

জামায়াত মানুষের ভাগ্য পরিবর্তে কাজ করছে: আবদুল জব্বার 

আলীরটেক ইউনিয়নে গণসংযোগ

​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার আলীরটেক ইউনিয়নে গণসংযোগ করেছেন। জনগণের দ্বারে দ্বারে গিয়ে তিনি পরিবর্তনের বার্তা পৌঁছে দেন এবং জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের আশ্বাস দেন।

​২১নভেম্বর শুক্রবার সকালে  থেকে শুরু হওয়া এই গণসংযোগটি আলীরটেক ইউনিয়নের, কুরেরপাড়, সবুজ নগর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রদক্ষিণ করেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগটি এক প্রকার জনসমাবেশে পরিণত হয়। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ মাওলানা আবদুল জব্বারকে শুভেচ্ছা জানান। এসময় শাহ আলী বাজারে পথসভা ​গণসংযোগ শেষে আলীরটেক ইউনিয়নের শাহ আলী বাজারে এক পথসভায় বক্তব্য রাখেন মাওলানা আবদুল জব্বার। এসময় তিনি বলেন, ​"আলীরটেক ইউনিয়নের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই জামায়াত ইসলামী আপনাদের কাছে এসেছে। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ যে বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছেন, জামায়াত নির্বাচিত হলে সর্বপ্রথম আমি তার অবসান ঘটাবো। দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ । 

​এসময় উপস্থিত নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে ও মহানগরী কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, থানা আমীর খলিলুর রহমান টিটুর উপস্থিততে এই গণসংযোগে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ গণসংযোগে উপস্থিত থেকে প্রার্থীর পক্ষে জনগণের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।