প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে ভয়াবহ ভূমিকম্পের পর দুর্ঘটনা কবলিতদের জন্য হটলাইন নাম্বার চালু করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
হটলাইন নাম্বার দুটো হল- 880 1700-716680 (জেলা প্রশাসন), 01685031888 (সিটি কর্পোরেশন)।
এঘটনার পরপরই এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির জানান, ভূমিকম্প পরবর্তী যেকোন ক্ষয়ক্ষতির তথ্য ও যেকোন সহযোগিতার জন্য জেলা প্রশাসনের একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। আমাদের জরুরী মোবাইল সার্বক্ষণিক খোলা থাকবে।
এবিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন জানায়, আজ ২১ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০ টা ৩৮ মিনিটে নারায়ণগঞ্জ নগরীসহ সারাদেশ রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
নারায়ণগঞ্জ নগরীতে এই ভূমিকম্পের ফলে দুর্ঘটনাজনিত কোন জরুরী প্রয়োজনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

