ফাইল ছবি
নারায়ণগঞ্জে ফুটপাতের পর এবার মূল সড়কও দখল করে ফেলেছে হকাররা। বঙ্গবন্ধু সড়কটি চার লেনের হলেও বর্তমানে সড়কটিতে মাত্র দুইটি লেনে গাড়ি চলাচল করতে পারে। মূল সড়কে হকারদের দৌরাত্ম্যের কারণে ফুটপাতে অটোরিকশা চলতে দেখা গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে শহরের বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ দৃশ্য দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন জায়গায় ড্রেনের কাজ চলমান থাকায় মূল সড়কে নেমে এসেছে হকাররা। এর ফলে সড়কটি প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
এদিকে রাস্তা দখল হয়ে থাকায় সড়ক বাদ দিয়ে ফুটপাতে রিকশা চলতে দেখা গেছে। এ নিয়ে পথচারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অন্যদিকে অটোরিকশা চালকেরা বলছেন মূল সড়কে চলাচল করা যাচ্ছে না। এদিকে কিছুটা খালি আছে তাই এদিক দিয়ে যাচ্ছি।
হাবিবুর রহমান নামের এক অটোচালক বলেন, রাস্তায় যানজট তাই ফুটপাতে উঠেছি। এদিক দিয়ে যাই, সামনেই আবার রাস্তায় নেমে যাবো।
আল আমিন নামের এক পথচারী জানান, এ শহরে এখন শৃঙ্খলা বলতে কিছু নেই। ফুটপাতে আগে হকার বসতো, এখন মিশুক চলে। আমরা পথচারীরা কোনদিক দিয়ে হাঁটবো।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সোহেল রানা জানান, আমরা বিষয়টি অবগত নই। আমরা এখনই ট্রাফিক এডমিনকে পাঠাচ্ছি ব্যাবস্থা নিতে। রাস্তা দখল করে জনগণের ভোগান্তি ঘটাতে দেয়া যাবে না। আমাদের নিয়মিত মনিটরিং চলে, হয়ত হঠাৎ আজ তারা এসে বসেছে।

