রোববার, ২৩ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইসলামী হুকুমত কায়েম হলে সবাই নিজ নিজ ধর্ম পালন করবে: আবদুল জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৬, ২৩ নভেম্বর ২০২৫

ইসলামী হুকুমত কায়েম হলে সবাই নিজ নিজ ধর্ম পালন করবে: আবদুল জব্বার

মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জ ৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেছেন, এদেশে ইসলামী হুকুমত কায়েম হলে সকল ধর্মের মানুষই তাদের নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করার সুযোগ পাবে।

২৩ নভেম্বর রবিবার বাদ যোহর ফতুল্লার পশ্চিম শিয়াচরের জান্নাতুল ফেরদৌস জামে মসজিদে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মাওলানা আবদুল জব্বার আরও বলেন,দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হবে,দেশ থেকে জুলম-নির্যাতন দূর হবে।এজন্য তিনি সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ফতুল্লা অঞ্চলের প্রধান সমস্যা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, "আমাদের ফতুল্লা অঞ্চলের প্রধান সমস্যা পয়ঃনিস্কাশন। আপনারা ভোটে মনোনীত করলে আমরা ইনশাআল্লাহ পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন করব।"

এছাড়া শিয়াচর আল হিকমা একাডেমিতে এক বক্তৃতায় মাওলানা আবদুল জব্বার সমাজে মাদকের ভয়াবহ আগ্রাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন,"আমরা আগে দেখতাম মাদকের কারণে ছেলেরা মা-বাবাকে মেরে ফেলতো, কিন্তু ইদানীং দেখছি মা-বাবাও ছেলেকে মেরে ফেলছে। আমরা এই মাদকের আগ্রাসন থেকে পরিত্রাণ চাই।"তিনি মনে করেন, মাদকের আগ্রাসন থেকে বাঁচতে হলে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে মনোনীত করতে হবে।

কুতুবপুরের পশ্চিম নন্দলালপুরে গণসংযোগকালে গণমাধ্যম কর্মীদের কাছে তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, "ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে।"তিনি প্রতিশ্রুতি দেন যে জামায়াতে ইসলামী জয়ী হলে  ফ্যাক্টরীগুলোতে নারীদের কর্মক্ষেত্রে নারীদের দিয়ে নারীদের কর্মে পরিচালনা করার চেষ্টা করা হবে।
এসময় গণসংযোগে শতাধিক নেতাকর্মী নিয়ে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মুফতী জাহাঙ্গীর আলম, মহানগর কর্ম পরিষদ সদস্য এডভোকেট মাইনউদ্দিন মিয়া, জামায়াত নেতা এডভোকেট মাসুদুর রহমান, এডভোকেট তাওফিকুল ইসলাম দিপু প্রমূখ।