ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে; বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় আড়াইহাজার পৌর বিএনপির উদ্যেগে দিন ব্যাপী জনকল্যাণ মুলক নানান কর্মসুচী পালিত হয়।
বৃহস্পতিবার সকালে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে শুরু হয়ে জোহরের পরে উপজেলা মডেল মসজিদে আছর নামাজের পর আড়াইহাজার বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে, নোয়াপাড়া মাদ্রাসা ও এতিম খানায় ও বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে আড়াইহাজার পৌর বিএনপি।
সন্ধ্যার পর আড়াইহাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শ্রমজীবী ও নিম্ম আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রমের আয়োজন করে পৌর বিএনপি। মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত , দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামানা। দেশ ও জাতির মঙ্গল কামনা করে দেয়া ও মোনাজাত করা হয়।
আড়াইহাজার পৌর বিএনপি'র সভাপতি মোহাম্মদ উল্লাহ'র নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি'র সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, সিনিয়র সহ-সভাপতি মাসুদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা, পৌর বিএনপির ১ নং সদস্য আলী আকবর,আড়াইহাজার উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন। স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব,অড়াইহাজার উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক রাসেল মোল্লা, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সুমন মিয়া, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন আরাফাত, সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউর রহমান সানি, সরকারী সফর আলী কলেজ ছাত্রদল সাধারন সম্পাদক সোহেল খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মসুদ, পৌর জিয়া মঞ্চের সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

