প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ড্রাম ট্রাকের ধাক্কায় কবির মোল্লা (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ফতেপুর ইউনিয়নের বগাদী সিডি বাজার এলাকায় আড়াইহাজার–বিশনন্দী ফেরিঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কবির মোল্লা আড়াইহাজারের বগাদী নোয়াপাড়া এলাকার মৃত মজিবুর রহমান মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের ওই সময়ে বগাদী সিডি মার্কেট এলাকায় রাস্তার পাশে একটি মোটরসাইকেলে আরোহী ছিলেন নিহত কবির মোল্লা। দ্রুতগতিতে আসা একটি ড্রাম ট্রাক পেছন দিক থেকে সজোরে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, পুলিশ দুর্ঘটনাকারী ট্রাকটি শনাক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে।

