ফাইল ছবি
ভূমিকম্প হবার পর পর বিএনপির পক্ষ থেকে সাংবাদিক ও বিভিন্ন উপজেলা পর্যায়ে বিএনপি নেতাদের কাছে জেলার বিভিন্ন স্থানের মানুষের খোঁজ-খবর নিয়েছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব (ভিপি রাজীব)। একই সাথে মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে দেশের বিভিন্ন এলাকায় অনুভূত শক্তিশালী ভূমিকম্পে নারায়ণগঞ্জে আতঙ্ক সৃষ্টি হলে জেলার বিভিন্ন স্থানে মানুষের খোঁজখবর নেন বিএনপির এই নেতা। নিজে ডেঙ্গুতে শয্যাশায়ী থাকা সত্ত্বেও তিনি দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের মাধ্যমে জেলার প্রতিটি এলাকার পরিস্থিতি জানার চেষ্টা করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার নির্দেশ দেন।
সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বহু স্থানে যে ভূমিকম্প অনুভূত হয়, তা রিখটার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার কাছাকাছি ছিল বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে সৃষ্ট এই ভূমিকম্পে নারায়ণগঞ্জেও মানুষ হঠাৎ আতঙ্কে বাইরে বেরিয়ে আসে। অনেক এলাকায় মানুষ দৌড়াদৌড়ি করে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর এসেছে স্থানীয় সূত্রে।
এ অবস্থায় রাজীব ফোনে যোগাযোগ রাখেন বিভিন্ন উপজেলা বিএনপি নেতাদের সঙ্গে। কোন এলাকায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষজন নিরাপদে আছে কিনা, জরুরি সহায়তা প্রয়োজন কিনা এসব বিষয়ে তিনি দ্রুত প্রতিবেদন চান এবং নেতাকর্মীদের নির্দেশ দেন মানুষকে সহায়তায় এগিয়ে যেতে।
রাজীবের কাছের নেতা-কর্মীরা জানান, তিনি হাসপাতাল থেকে মাত্রই বাড়ি ফিরেছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখনো পুরো বিশ্রামে থাকার কথা ছিল। তার প্লাটিলেট এখনও স্বাভাবিক পর্যায়ে ওঠেনি এবং শারীরিক দুর্বলতা স্পষ্ট থাকায় চিকিৎসকেরা কোনরকম পরিশ্রম করতে নিষেধ করেছেন এবং পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন। তবুও রাজীব ভূমিকম্পের পরপরই জেলার পরিস্থিতি জানার চেষ্টা করেন এবং নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
তিনি জানান, মানুষের দুর্দশার সময়ে দলের দায়িত্বশীলদের নিষ্ক্রিয় থাকা উচিত নয়। যেখানেই সমস্যা দেখা দেবে স্থানীয় নেতাকর্মীরা যেন সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় সেই নির্দেশও তিনি দেন। পাশাপাশি নিজের দ্রুত সুস্থতায় দোয়া চান রাজীব।
দলীয় নেতাদের প্রতি তার এই তৎপরতা এবং অসুস্থ অবস্থায়ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা নারায়ণগঞ্জ বিএনপি অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন, এটি তার দায়িত্ববোধেরই প্রতিফলন। রাজীব বলেন, শারীরিক অসুস্থতা থাকলেও মানুষের দুঃসময়ে খোঁজ নেওয়া কর্তব্য। সম্ভাব্য ক্ষয়ক্ষতি কোথায় কোথায় হয়েছে সেগুলো জানতে ও বিএনপির পক্ষ থেকে কোন করনীয় থাকতে তা করতে চেষ্টা করা হবে।
ভূমিকম্পের পর নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পরিস্থিতি এখন স্বাভাবিক হলেও রাজীবের নির্দেশে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সতর্ক অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। কোন এলাকা থেকে নতুন করে ক্ষতির খবর এলে তাৎক্ষণিক সহায়তা প্রয়োজন হলে তা নিশ্চিত করার প্রস্তুতিও আছে নেতাকর্মীদের।

