রোববার, ২৩ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে মান্নানের গণসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২৪, ২৩ নভেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে মান্নানের গণসংযোগ

আজহারুল ইসলাম মান্নান

রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশাল র‍্যালি, গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানার ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন বিএনপির নির্বাহী সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

​এদিন বিকেল সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের মৌচাক স্ট্যান্ড থেকে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি মিজমিজি এলাকা থেকে শুরু হয়ে মিজমিজি পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া এবং হাজী কাশেম আলী মসজিদ মাদ্রাসা রোড প্রদক্ষিণ শেষে সাহেবপাড়া এলাকায় এসে মিলিত হয়। পরে বাদ মাগরিব সাহেবপাড়া এলাকায় ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

​মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসীর ভোটে এমপি নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জে কোনো সন্ত্রাস, মাদক বা চাঁদাবাজি থাকবে না। গ্যাস সমস্যা ও জলাবদ্ধতা নিরসন করা হবে। 

তিনি প্রতিশ্রুতি দেন, এমপি হলে সকলকে সৎভাবে ব্যবসা করার পরিবেশ তৈরি করে দেবেন এবং কোনো অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। 

নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে তিনি আরও বলেন, তিনি দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতি করছেন এবং ভেদাভেদ ভুলে সকলকে নিয়ে ধানের শীষকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে নারায়ণগঞ্জ-৩ আসনটি উপহার দিতে চান।

​সমাবেশে প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা এবং বিশেষ অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি সাহাবউদ্দীন মুন্না বক্তব্য রাখেন। 

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন ও আশিকুর রহমান অনি। এছাড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, শাহিন মিয়া, রেজাউল করিম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিমসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।