শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক রাতে ৩ ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৮, ২৬ ডিসেম্বর ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক রাতে ৩ ডাকাতি

ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে এক রাতেই ভয়াবহ তিনটি ডাকাতির ঘটনা ঘটেছে। পৃথক এই হামলায় কাতারপ্রবাসী ও বিএনপি নেতাদের বহনকারী গাড়ি থেকে নগদ টাকা, মোবাইল ফোন, পাসপোর্ট ও বিমানের টিকিটসহ মূল্যবান মালামাল লুট করা হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাত ও মারধরে অন্তত ১৭ জন আহত হয়েছেন।

ঘটনাটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোররাতে সোনারগাঁর পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত রিফাতুজ্জামান দুপুরে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার মানরা গ্রামের কাতারপ্রবাসী রিফাতুজ্জামান ছুটি শেষে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। ভোররাত সোয়া ৩টার দিকে নয়াগাঁও এলাকায় যানজটে আটকা পড়ে তার মাইক্রোবাস (কুমিল্লা-চ-৫১-০০২৬)।

এ সময় ৮-১২ জনের একটি দল পিস্তল, রামদা ও চাপাতি নিয়ে গাড়িতে হামলা চালায়। ডাকাতরা জানালার কাচ ভেঙে ভেতরে ঢুকে রিফাতুজ্জামানসহ পরিবারের সাতজনকে এলোপাতাড়ি মারধর করে।

বাধা দিতে গেলে মনিরুল ইসলাম নামে একজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। ডাকাতরা তিনটি স্মার্টফোন, নগদ ৩০ হাজার টাকা এবং প্রবাসীর পাসপোর্ট ও টিকিট নিয়ে পালিয়ে যায়।

একই রাতে পিরোজপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় ডাকাতির শিকার হন কুমিল্লার লালমাই থানার বিএনপি নেতা শহীদ, বাবুল মেম্বার, মনির হোসেনসহ আরও কয়েকজন।

তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ডাকাতরা তাদের গাড়ি ভাঙচুর করে নগদ টাকা ও মোবাইল লুটে নেয়। এতে পাঁচজন আহত হন।

এ ছাড়া মধ্যরাতে আষাড়িয়ারচর এলাকায় নোয়াখালীর চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফিরোজসহ কয়েকজন নেতা ডাকাতির কবলে পড়েন। হকিস্টিক ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাদের থেকে পাঁচ-সাতটি মোবাইল এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন।

সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ বলেন, প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অন্য ঘটনাগুলোতে কেউ অভিযোগ না দিলেও আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা চলছে।