বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অপারেশন ডেভিল হান্টে ছয় ফ্যাসিস্ট গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩৫, ২৪ ডিসেম্বর ২০২৫

অপারেশন ডেভিল হান্টে ছয় ফ্যাসিস্ট গ্রেফতার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় ছয়জন ফ্যাসিস্টকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ নিতাইগঞ্জ এলাকার বাসিন্দা মোঃ আরমান হোসেন (৩২) কে গ্রেফতার করে। তিনি হযরত আলীর ছেলে এবং সাহিনা আলীর সন্তান।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গোদনাইল আরামবাগ এলাকা থেকে মোঃ সিরাজুল ইসলামকে গ্রেফতার করে। তিনি মৃত সামছুল হক মুন্সির ছেলে।

বন্দর থানা পুলিশ কল্যান্দি কবরস্থান এলাকার বাসিন্দা মোঃ রুবেল (৪০) কে আটক করে। তার পিতা রুহুল আমিন এবং মাতা রেশমা বেগম।

রূপগঞ্জ থানা পুলিশ পৃথক দুটি অভিযানে রূপসী এলাকার নজরুল ইসলাম মফিজ (৫৪) এবং হিরনাল গোবিন্দপুর এলাকার রুবেল মিয়া (৩৬) কে গ্রেফতার করে।

আড়াইহাজার থানা পুলিশ দস্তরদি এলাকার মোঃ জাহাঙ্গীর আলম (৪৪) কে আটক করে। তার স্থায়ী ঠিকানা নরসিংদীর মাধবদি হলেও বর্তমানে তিনি শ্রীনিবাসদী এলাকায় অবস্থান করছিলেন।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী  জানান, গ্রেফতারকৃত ছয়জনকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে একই দিনে জেলার সাতটি থানার উদ্যোগে সাতটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এসব চেকপোস্টে মোট ১৪১টি যানবাহন এবং ৪২৪টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত বিভিন্ন অপরাধে ২২টি প্রসিকিউশন দাখিল করা হয়। এছাড়া ১৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান চলমান থাকবে।