মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে প্রথম আলো ডেইলি স্টারে হামলার প্রতিবাদে মানববন্ধন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২৩, ২৩ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে প্রথম আলো ডেইলি স্টারে হামলার প্রতিবাদে মানববন্ধন 

মানববন্ধন

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

এসময় অবিলম্বে হামলার সাথে সম্পৃক্ত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান তারা।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সদস্য রফিকুল ইসলাম জীবন, ফতুল্লা থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, বাংলানিউজ টোয়েন্টিফোর এর স্টাফ করেসপন্ডেন্ট মাহফুজুর রহমান পারভেজসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।