এনসিপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিন
নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিন বলেছেন, মানুষের সাথে কথা বলতে, দেখা করতে গেলেই দেখি মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। এনসিপিকে আরো অগ্রসর দেখতে চায়। তরুণদের নেতৃত্বে দেখতে চায়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে একথা বলেন তিনি।
পোস্টে নির্বাচনী প্রচারণার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, কালকে বক্তাবলী গেছিলাম। এক চায়ের দোকানে গিয়ে বসলাম। গ্রামের মুরুব্বিরা বসা, চিনলেন আমাকে। এনসিপি, শাপলা কলির গল্প করলাম। একজনকে বললাম, কাকা আমাদের সবাইকে চা খাওয়ান। ভদ্রলোক চা খাওয়াইলেন। সাথে বললেন, আজকে থেকে আজীবন যেদিন এই এলাকায় আসবা, আমার নামে খেয়ে যাইবা। আমরা তো তোমাদের ভালোবাসি!
আরেক গ্রামে গেলাম। আছরের পরে মুরুব্বীরা বসছেন বাজারে। কথা বলার মধ্যেই এক মুরুব্বি খাওয়াতে ব্যস্ত হয়ে গেলেন। নিজ থেকে ফোন নাম্বার নিলেন। বললেন, অনেক নির্বাচন করেছি জীবনে। এবার ছেলেদের জন্য খাটবো। তোমরা দেশ স্বাধীন করছো, সামনে থেকে রাজনীতিও করতে হবে। আমরা সাথে আছি সবসময়।
যেখানে যাই, একই অবস্থা। ঘাট পার হতে ট্রলার ভাড়া নিতে চায় না। অটোরিকশায় উঠলে ভাড়া নিতে চায় না। আমি বলি, আমরা তো ফাও চলতে চাই না। ড্রাইভার ভাইরা বলে, এটা আমাদের অংশগ্রহণ, এটাকে ফাও ভাবেন কেনো? আমরা এনসিপিকে ভালোবাসি।
তিনি আরও বলেন, ভোটের হিসাব হয়তো ভিন্ন। মাঠ পর্যায়ে নির্বাচন অনেক ইকুয়েশনের ব্যাপার। কিন্তু আমরা তরুণরা রাজনীতিতে নেমে যে ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন পাচ্ছি এটাই আমাদের জন্য বিরাট ব্যাপার। একবছরেরও কম বয়সী দল নিয়ে মানুষের আগ্রহ, প্রত্যাশা আর ভালোবাসাই আমাদের জন্য অনুপ্রেরণা।
তিনি বলেন, আমাদের তো হারানোর কিছু নাই। মানুষ আগ্রহী হয়ে সমর্থন দিচ্ছে, আর্থিক সহযোগিতা করছে, কর্মী হচ্ছে। নিজ থেকে মিছিলে যোগ দিচ্ছে। এটাই কম কিসে? রাজনীতি তো এক-দুইদিনের লাভ-ক্ষতির ব্যাপার না। রাজনীতি এক দীর্ঘমেয়াদী জার্নি। এই জার্নিতে মানুষের ভালবাসাই আমাদের ধীরে ধীরে এগিয়ে দিবে।

