প্রতীকী ছবি
আড়াইহাজারে পৃথক দুটি বসতবাড়িতে ডাকাতির ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের পাজারদিয়া গ্রামে আনোয়ার মোল্লা ও মুনসুর আলমের বাড়ীতে এই ডাকাতির ঘটনা গুলো ঘটে।
পুলিশ ও গৃহকর্তাদের সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ব্রাক্ষন্দী ইউনিয়নের পাজারদিয়া গ্রামে আনোয়ার মোল্লার বাড়ির বাউন্ডারি গেট ও ঘরের দরজার তালা কেটে ৮—১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে নগদ ৩০ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। এ সময় পরিবারের লোকজন চিৎকার দিলে তাদের উপর হামলা চালায় ডাকাত দল। এই ঘটনার পরই রাত ২ টার দিকে একই গ্রামের মুনসুর আলমের বসতঘরের কাঠের দরজা ভেঙে একই ডাকাত দল ঘরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে আলমারি ভেঙে নগদ প্রায় ২৫ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। এদিকে খবর পেয়ে থানার ওসি তদন্ত রিপন কুমারের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। অপর দিকে এলাকাবাসী মাইকে ঘোষনা দিয়ে লোকজন জড়ো করে। এতে ডাকাতদল চলে যাওয়ার সময় যাকে সামনে পায় তাকেই কুপিয়ে আহত। এতে ১০ জন আহত হয়।
আহতরা হলেন, কউসার (৩৪), শামীম মোল্লা (৪৩) ও রাকিব মোল্লা (১৭), মুনসুর আলম (৪৫), তার স্ত্রী তাহমিনা (৪২), ছেলে তামীম (১৭), মেয়ে তানহা (১৩), আলী আকবর (৫০), সোহাগ (২০) ও আশরাফুল (২৩)। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
আড়াইহজাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, ডাকাতির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাত গ্রেফতারের চেষ্টা চলছে।

