ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনার প্রস্তুতি এখন তুঙ্গে। এই সংবর্ধনাস্থল পরিদর্শন ও দেশজুড়ে থেকে আগত লক্ষ লক্ষ নেতাকর্মীর সার্বিক দেখভাল নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। নেতাকর্মীদের নিয়ে পাশে থেকে সহায়তা করতে দেখা গেছে তার ছেলে মিকাইলকে।
আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজেই বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
তারেক রহমানের আগমন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী ও সমর্থক ইতোমধ্যে রূপগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। এই বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তা, আপ্যায়ন, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে রূপগঞ্জের ঐতিহ্যবাহী ভূঁইয়া পরিবার।
এই আয়োজনের সার্বিক তদারকি করছেন দিপু ভূঁইয়া। বাবার পাশে থেকে সহযোগিতা করছেন ছেলে মিকাইল। তিনি নিজে মাঠে থেকে সংবর্ধনাস্থল পরিদর্শন করছেন, নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। খাবার পানি বিতরণ, মেডিকেল টিম প্রস্তুত রাখা এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দিনরাত কাজ করে যাচ্ছেন তিনি ও তার সহযোগীরা।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ভূঁইয়া পরিবারের নেতৃত্বে এই আয়োজন একটি শৃঙ্খলাপূর্ণ ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করবে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
উল্লেখ্য বিএনপির রাজনীতিতে ভূঁইয়া পরিবার দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এবারের গণসংবর্ধনাও সেই ধারাবাহিকতারই একটি বড় উদাহরণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

