মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অপারেশন ডেভিল হান্টে ৯ ফ্যাসিস্ট গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১২, ২৩ ডিসেম্বর ২০২৫

অপারেশন ডেভিল হান্টে ৯ ফ্যাসিস্ট গ্রেফতার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় বিভিন্ন থানায় পৃথক অভিযানে মোট ৯ জন ফ্যাসিস্টকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে এসব গ্রেফতার সম্পন্ন করা হয়।

সদর মডেল থানা পুলিশ অভিযানে গ্রেফতার করেছে রাকিবুল হাসান মিল্টন (৩৮)। তিনি নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর পূর্ব কড়ইতলা এলাকার বাসিন্দা।

ফতুল্লা মডেল থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন মো. রুহুল আমিন (৫৩), হাজী বজলুর রহমান রিপন ওরফে হাজী রিপন ও তার ছেলে ইমতিয়াজ রহমান রাফি। হাজী রিপন জাতীয় পার্টি ও পরিবহন শ্রমিক লীগের নেতা হিসেবে পরিচিত এবং ইমতিয়াজ রহমান রাফি ছাত্রলীগ কর্মী বলে পুলিশ জানিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে কদমতলী এলাকার বাসিন্দা মো. ফজলুল হক (৭৩)। বন্দর থানা পুলিশ গ্রেফতার করেছে মো. দেলোয়ার হোসেন (৫৫), যিনি বন্দর উপজেলার কুচিয়া মোড়া এলাকার স্থায়ী বাসিন্দা।

রূপগঞ্জ থানা পুলিশ অভিযানে আব্দুল হাই (৪৭) কে গ্রেফতার করে। তিনি বরালু কায়েতপাড়া এলাকার বাসিন্দা।

আড়াইহাজার থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। তারা হলেন মো. জাহাঙ্গীর হোসেন (৩৮) এবং মো. রাশেদুজ্জামান (৪৮)। উভয়ের বাড়ি আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানায়, গ্রেফতারকৃত ৯ জনকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একই দিনে জেলা পুলিশের উদ্যোগে সাতটি থানার আওতায় নিরবিচ্ছিন্নভাবে পরিচালিত সাতটি চেকপোস্টে ৮১টি যানবাহন এবং ২৩৭টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত বিভিন্ন অপরাধে ২৪টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে। এ সময় ২টি মোটরসাইকেল আটক করা হয়।