সাধু পৌলের গীর্জা
নারায়ণগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বড়দিন উপলক্ষে শহরের দুটি গির্জায় বিশেষ আয়োজন ও আলোকসজ্জা করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) শহরের বঙ্গবন্ধু সড়ক এলাকায় অবস্থিত সাধু পৌলের গীর্জা ও কালীরবাজার এলাকায় অবস্থিত ব্যাপ্টিস্ট চার্চ ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
বড়দিন উপলক্ষে শহরের গীর্জাগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। এছাড়াও গীর্জার ভেতরে ক্রিস্টমাস ট্রি, বেলুন ও ঝাড়বাতি দিয়ে সাজানো হয়।
আগামীকাল সকালে বিশেষ প্রার্থনার মাধ্যমে শহরের দুই গীর্জায় বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বেলা এগারোটায় বড়দিন উপলক্ষে কেক কাটা হবে গীর্জাগুলোতে। এছাড়াও দিনব্যাপী নানান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
কালীরবাজারের ব্যাপ্টিস্ট চার্চের ফাদার পিন্টু পলিকাপ পিউরিফিকেশন জানান, প্রতি বছরের মত এবারও বড়দিন উপলক্ষে নানান আয়োজন করা হয়েছে। গীর্জায় আলোকসজ্জা করা হয়েছে, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারেক আল মেহেদী জানান, বড়দিনকে ঘিরে কোন শঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

