মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

স্কুল ছাত্রী আলিফা নিহতের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫২, ২৩ ডিসেম্বর ২০২৫

স্কুল ছাত্রী আলিফা নিহতের ঘটনায় মামলা

প্রতীকী ছবি

বন্দরে নিখোঁজের ১ দিন পর পঞ্চম শ্রেণীর ছাত্রী আলিফা আক্তার রোজামনি (১৩) মৃতদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় নিহত স্কুল ছাত্রী মা পারভিন বেগম বাদী হয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ হত্যা মামলা দায়ের করেন তিনি । যার মামলা নং- ২৪(১২)২৫ ধারা- ৩০২/৩৪। 

গত সোমবার (২২ডিসেম্বর) বন্দর থানার ২০নং ওয়ার্ডের  দড়ি সোনাকান্দাস্থ জনৈক দেলোয়ার হোসেনের বসত বাড়ীর সামনে রাস্তার উপর থেকে ওই মৃতদেহটি  উদ্ধার করা হয়। নিহত স্কুল ছাত্রী আলিফা আক্তার রোজামনি মুন্সিগঞ্জ জেলার সদর থানার রামপাল ধলাগাঁও (হাওলাদার বাড়ী) এলাকার আলী মিয়ার মেয়ে। তারা দীর্ঘ দিন ধরে বন্দর থানার দড়িসোনাকান্দা এলাকার জামান মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। সে সোনাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ালেখা করে আসছিল।

মামলার তথ্য ও হত্যা মামলার বাদিনী গণমাধ্যমেকে জানান, গত রোববার (২১ ডিসেম্বর)  বিকাল ৪টায় বাদিনী মেয়ে আলিফা আক্তার রোজামনি  ভাড়াটিয়া বাসা হইতে খেলাধুলা করার জন্য বাহিরে  যায়। পরবর্তীতে সন্ধ্যাবেলা বাদিনী মেয়ে বাসায়  ফিরে না আসায় বাদিনী ও তার  পরিবারের লোকজন মেয়েকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তার কোন  সন্ধান পায়নি। পরবর্তীতে গত সোমবার (২২ ডিসেম্বর)  ভোর ৬টায় বাদিনীর প্রতিবেশী জনৈক ইয়াছমিন ও তার স্বামী আক্তার হোসেন বাদিনীর ভাড়াটিয়া বাসায় এসে বাদিনীকে জানায় দড়ি সোনাকান্দা এলাকার  আক্তার হোসেন এর ভাই দেলোয়ার হোসেন এর বসত বাড়ীর সামনে -রাস্তার উপর একটি মেয়ের লাশ পাওয়া গেছে। উক্ত সংবাদ পেয়ে বাদিনী ও তার  পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করে। পরে আশেপাশের লোকজন থানা পুলিশকে সংবাদ দিলে খবর পেয়ে  থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ  জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন  জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।